Thursday, March 24, 2022

প্রিয় বন্ধুর সফল হওয়ার গল্প

              💐প্রিয় বন্ধুর সফল হওয়ার গল্প 💐

পুরো এডমিশন লাইফের সবচেয়ে কাছের বন্ধু এবং সবচেয়ে কাছের সহপাঠী প্রিয় ফরহাদ হোসেন ভাইয়ের সফলতার গল্প। যিনি সেই শুরু থেকেই আমার সাথে একসাথে পড়াশোনা করেছে। 

কিন্তু ভাগ্যের লিখনে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি তে পরীক্ষা দেওয়ার কোন সুযোগই পায়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়েও ভর্তি হওয়ার সুযোগ পায়নি (কারণ তার মেরিট পজিশন বিজ্ঞান বিভাগ থেকে 8 এর কাছাকাছি ছিল) চট্টগ্রামের ভার্সিটিতে পরীক্ষা দিলেও প্রায় ৬২০০+ পজিশন আসে। আর এই পিছিয়ে পড়া পজিশন নিয়ে চট্টগ্রামের ভার্সিটিতে ভর্তির কোন সুযোগ পায়নি। সৌভাগ্যক্রমে ৭ কলেজে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিল। যদিও সে পরীক্ষা দিয়েছিল কিন্তু আমাকে জানায়নি পরে আমাকে জানালেও ভালো সংবাদ শুনাতে পারেনি। কারণ সাত কলেজে তার মানবিক বিভাগের প্রিপারেশন নিয়ে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দেওয়া লেগেছে। ফলাফল দিয়ে দাঁড়ায় ১৫৫০০+। কিন্তু এত দূর পজিশনে সাবজেক্ট পাওয়াটা ছিল সোনার হরিণের মতো। তার অনেক মন খারাপ হয়ে গিয়েছিল কারণ শেষ তার সর্বশেষ সম্বলটুকুও হারিয়ে ফেলতে চলেছে। আমি তাকে কিছু মৃত আশ্বাস দিয়েছিলাম। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। পরে সাবজেক্ট চয়েজ এর ব্যাপারে আমার পরামর্শ নিয়ে কবি নজরুল সরকারি কলেজ প্রথম সাবজেক্ট চয়েস দেয়। কারণ আমি জানতাম বড় কিছু আশা করলে অনেক কিছুই হারাতে হতে পারে। 

কয়েকবার মেরিট পজিশন দিয়ে দিয়েছে চূড়ান্ত মেরিট পজিশন দিয়ে দিয়েছে তারপরও প্রিয় ভাইটির সাবজেক্ট আসেনি। অবশেষে গতকাল ২৩-০৩-'২২ কবি নজরুল সরকারি কলেজের ইতিহাস বিভাগের জন্য মনোনীত হয়।
 
গতকাল আমি খোঁজ নিতে পারিনি তবে আজকে যখন জানতে পারলাম প্রিয় ভাইটি সাবজেক্ট পেয়েছে তখন মনে হয়েছে কিছুক্ষণ কান্না করি। কান্নাটা অবশ্যই সুখের কান্না কারন আমি আমার এডমিশন লাইফের একজন প্রিয় বন্ধুকে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার অবস্থা থেকে আবার পড়াশোনায় ফিরে আসার গল্পটা দেখেছি। 

প্রিয় ভাই তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

Wednesday, March 23, 2022

নিজেকে বিশ্বাস করুন



নিজেকে বিশ্বাস করুন


আপনি যদি সফল হতে চান তাহলে আজই নিজেকে অবিশ্বাস করা ছেড়ে দিন। আপনি সফল হবেন এই বিশ্বাসটা আজই জন্ম দিন।

পৃথিবীতে যত মানুষ সফল হয়েছেন বলে আমরা বলে থাকি তাদের সবাই তার পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে পেরেছে। সুতরাং আজই আপনি আপনার নিজের লক্ষ্য ঠিক করে নিন এবং সে অনুযায়ী কাজ আরম্ভ করে দিন।

উদ্যোক্তা হওয়া সহজ কথা নয়!

উদ্যোক্তা হওয়া সহজ কথা নয়!


 #পর্ব ২৩ 

🌺উদ্যোক্তা হওয়া সহজ কথা নয়!😕 

 প্রতিদিন নয়টা থেকে পাঁচটা অফিস করে ক্লান্ত। প্রায় দিনই অফিসে বসের চোখ রাঙানো হাসি কিংবা কাজের চেয়েও বেশী কাজের চাপ। অফিস শেষ করে প্রতিদিন বাসের জন্য অপেক্ষা। সিট না পেয়ে বাসের মধ্যে সহযাত্রীর পায়ের পাড়া কিংবা রডসিটে ‍ঝুলে ঝুলে বাসায় আসতে আসতে সূর্য আকাশ থেকে হারিয়ে যাওয়া। বাসায় ফিরে কখনও বাজারের ব্যাগ হাতে বাজারের দিকে দৌড়ানো কিংবা বউয়ের হাসির মাঝে চাপা অভিমানের দেখা। আজকাল ছোট্ট বাবুটার সাথে অতিথির মত দেখা হয় ছুটির দিনটাতে যখন কিনা সে জেগে থাকে। বোধহয় বাবার চেহারা অদূর ভবিষ্যতে মনে করিয়ে দিতে হবে তাকে ফ্রেমে বাধা ছবি দেখিয়ে। এমনই চিত্র যখন দৃশ্যপটে তখন আপনি ভাবছেন আর চাকুরি নয়। এবার নিজেই হব উদ্যোক্তা। চাকুরি করব না চাকুরি দিব। কিন্তু উদ্যোক্তা হওয়াটা কি এতই সোজা…? 🌸আত্মবিশ্বাস কতটুকু আপনার…? আপনার নিজের কাছে সবার আগে প্রশ্ন করুন আপনার আত্মবিশ্বাস কোন স্তরের? যদি সর্বনিন্ম স্তরের হয়ে থাকে তবে বলব আগে নিজের আত্মবিশ্বাসকে সর্বোচ্চ পর্যায়ে আনার চেষ্টা করুন। আমি পারব, আমার দ্বারা সম্ভব এ আত্মবিশ্বাস যখন নিজের মাঝে খুঁজে পাবেন শুধুমাত্র তখনই সম্ভব হবে আপনাকে দিয়ে উদ্যোক্তা হওয়া। শতভাগ আত্মবিশ্বাস থাকলেই আপনি নিঃসংকোচে এগিয়ে যেতে পারেন। মধ্যম স্তরের আত্মবিশ্বাস নিয়ে এগোলেও চুড়ার দেখা পাবেন কিনা সন্দেহ আছে। তাই সর্বপ্রথম এবং সর্বোচ্চ চাই আত্মবিশ্বাস। আপনি কি পারবেন আর পারবেন না তা আপনি ছাড়া দ্বিতীয় কেউ ভাল বলতে পারবে না। 

 🌸পরিকল্পনা কতটা বাস্তব সম্মত ও সময় উপযোগী আপনার…? আপনার ব্যবসায় এর পরিকল্পনা কতটা মজবুত এবং কতটা সময় উপযোগী তা নির্ভর করবে আপনার দূরদর্শীতার উপর। আকাশকুসুম না ভেবে আপনার পরিকল্পনা যদি বাস্তব সম্মতভাবে প্রস্তুত করতে পারেন তবে তা নিয়ে সফলতার মুখ দেখাটা সহজ হবে। আপনার পরিকল্পনায় আপনার লক্ষ আপনার কাজের বিস্তারিত আপনাকে স্পষ্ট হতে হবে। অদূরদশী পরিকল্পনা আপনার উদ্যোক্তা হওয়ার ভিত শুরুতেই ধ্বংস করতে পারে। 

 🌸কাজের প্রতি কতটা মনোযোগী আপনি…? পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেছেন। আপনি একজন উদ্যোক্তা। কিন্তু কতটা মনোযোগী আপনি কজের প্রতি? আজ আপনার যা কাজ ছিল তা আগামী দিনের জন্য করবেন বলে রেখে দিয়েছেন। আপনার প্রতিযোগী কিন্তু বসে নেই। সে ঠিকই গুছিয়ে নিয়েছে তার কাজ। আপনাকে পেছনে ফেলে মাঠ থেকে আপনাকে বিদায় করতে তার প্রচেষ্টা কিন্তু নিরলস অব্যহত। সুতরাং আপনার কাজের মনোযোগীতা আর পরিশ্রম বাড়াতেই হবে যদি সফলতা পেতে হয়। 

🌸সম্পদের কতটুকু ব্যবহার আপনি করছেন…? আপনার মুলধন যা ব্যবসায়ের কাছে আপনার দায়বদ্ধতা। তার কতটুকু আপনি সদ্ব্যবহার করতে পারছেন? আপনার ব্যবসায়ের সম্পদের কতটুকু আপনি সঠিক ভাবে ব্যবহার করছেন। যদি শতভাগ থেকে একটুও পিছিয়ে থাকেন তবে বলব আপনাকে এর জন্য মূল্য দিতে হবে সময়ের সাথে। আপনার কাছে যা ছিল তা যদি সঠিক উপায়ে ব্যবহার করতে পারতেন তবে যা অর্জন করতে পেরেছেন তার থেকেও বেশী অর্জন করতে পারতেন। আপনার সম্পদ বাড়ত প্রতিযোগীতার সর্মথ্যও বাড়ত। 

🌸যোগাযোগ ও কৌশলের ব্যবহার সঠিক তো আপনার…? আপনার ব্যবসায়িক যোগাযোগ কতটা সফল ও সঠিক তা আপনার প্রাপ্তির সাথে যোগ দিন। যদি আপনার আশানুরুপ না হয়ে থাকে তবে সে দায়বদ্ধতা আপনার। কারন আপনি সঠিক পন্থায় তা ব্যবহার করতে পারেননি। সুযোগ এর সঠিক ব্যবহার করতে পারেননি, হতে পারেননি কৌশলীও। আপনার প্রতিযোগীরা সে সুযোগটা ছিনিয়ে নিয়ে গেছে। আর আপনার উদ্যোক্তা হওয়ার পথে অন্তরায় হয়ে দাড়িয়েছে। তাই বলে কি নিজের অযোগ্যতাকে দায়ী করে বসে থাকবেন? মেটেও না নুতুন উদ্যোগে চলবে কর্মপ্রচেষ্টা। 

©️ Md Yosuf 

 #৭_কলেজ_উদ্যোক্তা_ফোরাম

🌺আমি একজন উদ্যোক্তা হতে চাই কিন্তু কি নিয়ে শুরু করব?!


আমি একজন উদ্যোক্তা হতে চাই কিন্তু কী নিয়ে শুরু করব?

#পর্ব ২২এ

💝একজন উদ্যোক্তা হতে চান তার কখনো প্রশ্ন করা উচিত নয় আমি কি নিয়ে শুরু করব? আসলে আপনি কি নিয়ে শুরু করবেন এটা আপনি সবচেয়ে ভালো জানেন এবং বুঝেন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয় আপনার হাতের কাছে সবচেয়ে সুযোগ-সুবিধা বেশি যেটাতে রয়েছে আপনি তা নিয়েই শুরু করে দিন।


আপনি পড়াশোনায় ভালো তাহলে একটা কোচিং সেন্টার করতে পারেন। আবার গ্রামে থাকলে কৃষি পণ্য নিয়ে কাজ করতে। মাছ চাষ করতে পারেন। আবার যদি ব্যবসায়িক সুযোগ সুবিধা থাকে তাহলে একটা দোকান নিয়ে বসে যেতে পারেন এছাড়াও অনলাইনে কাপড় চোপড়, বই, মার্কস ইত্যাদি বিভিন্ন পণ্য নিয়ে আপনি কাজ করতে পারেন।


মূল কথা হচ্ছে আপনার আশপাশে থাকা আপনার কাছে সবচেয়ে সহজলভ্য যেটা এবং যেটাতে সবচেয়ে বেশি সুবিধা রয়েছে ওটা নিয়েই আপনি শুরু করে দিন।

 

অন্যরা কী নিয়ে এগিয়ে গেল তা না দেখে নিজেই নিজের জন্য যেটা সুবিধা সেটা নিয়ে কাজ শুরু করে দিন। আপনি বাছাই করতে পারবেন আপনার জন্য সবচেয়ে সুবিধা কোনটাতে রয়েছে।


তবে একটা কথা মনে রাখবেন আপনার চোখের সামনে এমন অনেক সুযোগ সুবিধা রয়েছে অথচ এমন বস্তুকে আপনি নিতান্তই ছোট ভেবে তা নিয়ে এগিয়ে যাচ্ছেন না। তবে মনে রাখবেন আপনি যেটাকে এখন ছোট ভাবতেছেন তা নিয়ে যদি আপনি আগামী পাঁচ বছর বা দশ বৎসর পরিশ্রম করেন তবে অবশ্যই সেখান থেকে আপনি সফলতা অর্জন করা কিছু সুযোগ-সুবিধা বের করে নিতে পারবেন।


একজন শিক্ষার্থীর ক্লাস প্রথম শ্রেণী থেকে অনার্স লেভেল শেষ করতে কমপক্ষে ১৭/১৮ বছর সময় লাগে আর তার স্বাভাবিক বয়স তখন দাঁড়ায় ২৩ থেকে ২৪ বছর। কিন্তু এই দীর্ঘ পরিশ্রমের পরেও সে নিজেকে একজন সফল ছাত্র ভাবতে পারে না। তাহলে আপনি কিভাবে ভাবছেন আপনি এক মাস বা দুই মাস বা একবছর দুই বছর পরিশ্রম করে সফল হয়ে যাবেন এটা নিতান্তই হাস্যকর। আপনাকে অবশ্যই সময় এবং শ্রম সেই সাথে ধৈর্য নিয়ে নিজের কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে‌। আপনি কখন সফলতা লাভ করতে পারবেন তা কেউই নির্ধারণ করে দিতে পারবে না।


আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এইদেশ এবং দেশের মানুষের জন্য এমন কিছু করে যেতে পারি। যা দ্বারা এদেশের প্রতিবছরের ২০ থেকে ২২ লক্ষ বেকার যুবকের লাগাম টেনে ধরতে পারা যায়। 

Md. Yosuf 

Department of Economics

Govt. Titumir College

পরিচালক: ৭ কলেজ উদ্যোক্তা ফোরাম 

#৭_কলেজ_উদ্যোক্তা_ফোরাম

প্রিয় বন্ধুর সফল হওয়ার গল্প

              💐প্রিয় বন্ধুর সফল হওয়ার গল্প 💐 পুরো এডমিশন লাইফের সবচেয়ে কাছের বন্ধু এবং সবচেয়ে কাছের সহপাঠী প্রিয় ফরহাদ হোসেন ভাইয়ের...